চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ডাকঘর সঞ্চয় ব্যাংক চাই

২১ অক্টোবর, ২০১৯ | ১:০৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করছে এটা আমাদের জন্য শুভ সংবাদ। বৈদেশিক মুদ্রা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৈদেশিক মুদ্রা অর্জনকারীদের আত্মীয় পরিজনের বিশাল অংশ গ্রামে বাস করেন। স্বামী বিদেশে থাকেন অন্যদিকে স্ত্রী থাকেন গ্রামে। এই ধরনের পরিবারগুলোতে ব্যাংকে টাকা জমা রাখতে গেলে থানা সদরে গিয়েই জমা রাখতে হয়। গ্রামের অনেক কৃষককে দেখা যায় দূরের ব্যাংকে টাকা জমা রাখতে অনীহা প্রকাশ করে। গ্রাম থেকে থানা সদরের দূরত্ব ১২ থেকে ১৫ কিলোমিটারও হতে পারে। তাই আমার মনে হয় প্রত্যেক ইউনিয়ন পরিষদের পাশে একটি ডাকঘর সঞ্চয় ব্যাংক থাকলে গ্রামবাসী সঞ্চয়ের প্রতি সচেতন হবে। এই বিষয়ে চিন্তা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।

রূপম চক্রবর্ত্তী
পূর্ব নলুয়া, সাতকানি, চট্টগ্রাম।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট