চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

প্রসঙ্গ : কৃষি কল সেন্টার

২০ অক্টোবর, ২০১৯ | ১২:৪৮ পূর্বাহ্ণ

কৃষিপ্রধান বাংলাদেশের কৃষি কর্মকা- এখন আর কৃষকনির্ভর নয়, বহু মানুষ এর সাথে জড়িত। শহরের নাগরিকরা ছাদে কৃষি কার্যক্রম চালু করেছে তাতে তাদেরকে কৃষি সংক্রান্ত নানা সমস্যা পড়তে হয়। বাংলাদেশ সরকারের কৃষিকল সেন্টার তাদেরকে অনেক সমস্যার সমাধান দিচ্ছে যা প্রতিনিয়ত দেশের কৃষি উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে । খামারি কৃষক ও নাগরিক কৃষক উভয়ে তাদের সমস্যার সমাধান তৎক্ষণাৎ সমাধান নিচ্ছে কৃষি কল সেন্টারের মাধ্যমে। অথচ গুরুত্বপূর্ণ এই মাধ্যমটি সরকারী অন্যান্য দফতরের মত সপ্তাহে দুইদিন বন্ধ রয়েছে, তাতে আমাদের কৃষকদের অনেক প্রয়োজনীয় তথ্য নিয়ে ব্যবস্থা গ্রহন করতে বিলম্বিত হচ্ছে। আমাদের দেশের কৃষকরা সরকারী চাকুরিজীবীদের মতো ছুটি ভোগ করে না তাদের হাড়ভাঙা পরিশ্রম করে ফসল উৎপাদন করতে হয় আর আমাদের যারা নাগরিক কৃষক তারাও তাদের ছুটির দিনে ছাদে কৃষি কার্যক্রম পরিচালনা করে, অথচ তারা তাদের কোন সমাধান পাচ্ছে না বন্ধের কারণে। পরপর দুদিন বন্ধের কারণে কৃষক ও নাগরিক কৃষকরা প্রয়োজনীয় তথ্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের কৃষির ও কৃষকের সার্বিক উন্নয়ন চিন্তা মাথায় রেখে প্রয়েজনীয় এই কৃষিকল সেন্টারটি সপ্তাহে সাতদিন খোলা রাখা ও এর পরিসর বৃদ্ধি করা দরকার কারণ বেশিরভাগ সময় লাইন পাওয়া যায় না ।
মুহাম্মদ হায়দার আলী
চট্টগ্রাম।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট