চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শিক্ষাজীবন ও মানসিকতার পরিবর্তন

১৭ অক্টোবর, ২০১৯ | ১২:০৭ পূর্বাহ্ণ

আমরা লেখাপড়া শিখছি। স্কুল,কলেজ বা ভার্সিটিতে যাচ্ছি। ছাত্রজীবনে নিজের উপর যেভাবে নিয়ন্ত্রণ করা হয় তার উপর ভবিষ্যৎ নির্ভর করে। আমরা চেষ্টা করব সবার মধ্যে যেন নৈতিক বিবেকবোধ কাজ করে। ছাত্র সমাজের কাছে যে শক্তি আছে সেই শক্তিকে যদি মানব কল্যাণে অথবা দেশ সেবায় নিয়োজিত করতে পারে তাহলে সমাজের অনেক উন্নয়ন হবে। একজন ছাত্রের মধ্যে রাজনৈতিক চিন্তা থাকতে পারে অথবা লেখাপড়ার সাথে সাথে বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে যুক্ত হতে পারে। যেসব ছাত্রছাত্রী রাজনীতি করেন তাদের উচিত মানবিকতার রাজনীতি করা। কেউ যেন সুশিক্ষা থেকে বঞ্চিত না হয় তার জন্য রাজনীতি করা উচিত। উত্তম চরিত্র গঠনের আন্দোলন করার মানসিকতা আমাদের ছাত্রছাত্রীদের থাকতে হবে।

নতুন একজন শিক্ষার্থী যখন কোনো বিদ্যাপীঠে যান তখন পুরাতন ছাত্রছাত্রীর উচিত তাকে ভাল ব্যবহার দিয়ে বিদ্যা অর্জনে সহায়তা করা। বিভিন্ন প্রতিষ্ঠানে সিনিয়র ছাত্রদের দেখা যায় জুনিয়রদের সাথে খারাপ আচরণ করতে। আবার অনেক জুনিয়র আছেন তারা সিনিয়রদের সম্মান করে না। প্রত্যেক ছাত্রছাত্রীদের মনে রাখতে হবে তাদের উপর শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম রক্ষার দায়িত্ব । তারা যদি অন্যায় কাজকে সহায়তা করে ভবিষ্যৎ অন্ধকার। তাই এখন থেকে ভাল কাজ করতে হবে। ভাল চিন্তাচেতনা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে। আমাদের মনে রাখতে হবে বিদ্যা বিনয় দান করে। বিনয়হীন বিদ্যা জাতির উন্নয়নে বাধা সৃষ্টি করে। শুদ্ধ পরিবেশ সৃষ্টি করার প্রয়োজনে ছাত্রছাত্রীদের মানসিকতার পরিবর্তন করতে হবে।

রূপম চক্রবর্ত্তী
পূর্ব নলুয়া,চট্টগ্রাম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট