চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

শিশুদের ব্যাগের বোঝা কমানো হোক

৫ অক্টোবর, ২০১৯ | ১:১০ পূর্বাহ্ণ

আজ থেকে ৩০ বছর আগে কেজি স্কুলের এত রমরমা ব্যবসায় ছিল না। সময়ের সাথে সবকিছুর পরিবর্তন হচ্ছে। নতুন স্কুল প্রতিষ্ঠা হচ্ছে। নতুন লেখক সৃষ্টি হচ্ছে। শিশুদের জন্য নতুন নতুন বই ছাপানো হচ্ছে। এই বইগুলো বিভিন্ন স্কুলের মাধ্যমে বাজারজাত করতে হয়। আমাদের বই পড়তে হবে। শিশুদেরকে বইয়ের সাথে ভালোবাসা সৃষ্টি করতে হবে এই বিষয়ে আমার দ্বিমত নাই। প্লে শব্দের অর্থ খেলা করা। তাহলে প্লে-ক্লাসের শিশুরা খেলতে খেলতে শিখবে। কিন্তু খেয়াল করলে দেখা যাবে একজন প্লে-ক্লাসের শিশুকে যত বই খাতা স্কুলে বহন করে নিয়ে যেতে হয় একজন দশম শ্রেণির ছাত্রকে তত বই বহন করতে হয় না। প্লে থেকে কেজি ক্লাসের শিশুদের ব্যাগ এত বেশি ভারী থাকে যে তাদের ব্যাগ নিতে অনেক কষ্ট হয়। আমি যখন প্রথম শ্রেণির ছাত্র ছিলাম তখন দুটি বই আর দুটি খাতা নিয়ে স্কুলে যেতাম । আর এখন কেজি স্কুলে নার্সারিতে পড়ুয়া আমার ছেলেটি বই খাতা মিলে ১৫ টি নিয়ে যায়। সাথে পানির ফ্লাক্স, টিফিনবক্স তো আছেই। শিশুদেরকে বিভিন্ন রকমের পাঠ্য বই আনা-নেওয়ার কাজে নিয়োজিত না করে সৃজনশীল পাঠ অভ্যাসের জন্য বিকল্প কিছুর চিন্তা করা দরকার। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট ানুরোধ জানাবো কেজি স্কুলের টিচারদেরকে সংক্ষিপ্ত প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করা হোক। আরো আবেদন জানাচ্ছি, একজন শিশু বই-খাতাসহ কত কিলোগ্রাম ওজনের ব্যাগ বহন করবে তার একটা নিয়ম কার্যকর করা হোক।

রূপম চক্রবর্ত্তী
পূর্ব নলুয়া, সাতকানিয়া

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট