চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

পরিবেশদূষণ রোধে চাই জনসচেতনতা

৮ মার্চ, ২০২০ | ২:২৭ পূর্বাহ্ণ

মানুষের জীবন আর পরিবেশ একই সূত্রে গাঁথা, জীবনের এমন কোন অংশ নেই, যে অংশে পরিবেশের বিষয়টি আমরা এড়িয়ে যেতে পারি, জন্মের সময় থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত একটা সেকেন্ড সময়ও আমরা পরিবেশের বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই, মানুষের যেসব মৌলিক অধিকার রয়েছে, সেসব বিষয়ের প্রত্যেকটির সাথেই পরিবেশের বিষয়টি জড়িত, তাই পরিবেশ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে বাকি থাকার কথা নয়, বিশ্বব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দূষণ ও পরিবেশগত ঝুঁকির কারণে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তার একটি বাংলাদেশ, তাই এই ব্যাপারে সরকারকে খুব দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে, বাংলাদেশে প্রতি বছর যত সংখ্যক মানুষের মৃত্যু হয় তার ২৮ শতাংশই মারা যায় পরিবেশ দূষণ জনিত অসুখবিসুখের কারণে।

কিন্তু সারা বিশ্বে এ ধরনের মৃত্যুর গড় মাত্র ১৬ শতাংশ, এশিয়ার দেশগুলোর মধ্যে পরিবেশ দুষণজনিত কারণে বাংলাদেশে যেখানে ২৮ শতাংশ মৃত্যু হয় সেখানে মালদ্বীপে এই হার ১১ দশমিক ৫ শতাংশ আর ভারতে ২৬ শতাংশ, তাই আমাদের করণীয় কি হতে পারে, তা আমাদেরকেই খুঁজে বের করতে হবে, সরকারের পাশাপাশি জনগণকেও এই ব্যাপারে সচেতন হতে হবে এবং সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকে এগিয়ে আসতে হবে, তাহলেই যথাযথ পরিবেশ নিশ্চিত করা যাবে এবং পরিবেশ দূষণ রোধ করা যাবে।

প্রভা বিনতে আব্দুল আজীজ।
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট