চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

বিসিআইসির ১২৫ নতুন কর্মকর্তা নিয়োগ পেলেন

১৫ জানুয়ারি, ২০২০ | ৩:৫৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন কারখানাসমূহে ৯ম ও ১০ম গ্রেডে কারখানার ১২৫ জন কর্মকর্তাকে নিয়োগপত্র প্রদান করা হয়েছে। শিল্পসচিব মো. আব্দুল হালিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়োগপত্র প্রদান করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন, বিসিআইসি’র চেয়ারম্যান মো. হাইয়ুল কাইয়ুম। অনুষ্ঠানে শিল্প সচিব মো. আব্দুল হালিম সুষ্ঠু ও স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে যোগ্যপ্রার্থীকে নির্বাচন করায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং বিসিআইসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। নিয়োগকৃত কর্মকর্তাগণ তাদের মেধা ও দক্ষতার মাধ্যমে বিসিআইসি’র সর্বোচ্চ উৎপাদনশীলতায় যথাযথ ভূমিকা রাখবে এবং অন্যদিকে বিসিআইসি’র কারখানাগুলোকে লাভজনকভাবে পরিচালিত করার ক্ষেত্রে অবদান রাখবে। তিনি মুজিব বর্ষের শুরুতে নিয়োগপ্রাপ্ত নবীন কর্মকর্তাদেরকে সততা ও নিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে এই প্রতিষ্ঠানের উন্নতিতে আতœনিয়োগের জন্য আহবান জানান। বিসিআইসি’র চেয়ারম্যান মো. হাইয়ুল কাইয়ুম শতভাগ স্বচ্ছতা ও সততার মাধ্যমে নিয়োগ সম্পন্নের বিষয়ে সন্তোষ প্রকাশ করে এ ধরনের স্বচ্ছ নিয়োগ অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে বিসিআইসি’র পরিচালকবৃন্দ এবং বিভাগীয় প্রধানসহ ঊর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট