চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

১০ লাখ পোশাককর্মীকে কম দামে পণ্য দেবে ইউনিলিভার

১২ ডিসেম্বর, ২০১৯ | ৪:১০ পূর্বাহ্ণ

বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের দশ লাখ কর্মীকে কম দামে পণ্য সরবরাহ করবে ইউনিলিভার বাংলাদেশ। সোমবার পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এবং ইউনিলিভারের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে। চুক্তির আওতায় ১০ লাখেরও বেশি পোশাককর্মীর স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি জীবনমান উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করবে বিজিএমইএ ও ইউনিলিভার।-বিডিনিউজ

এ প্রসঙ্গে বিজিএমইএ’র সভাপতি রুবানা হক গতকাল বুধবার বলেন, “এটি একটা ভালো উদ্যোগ। পোশাককর্মীদের ভাগ্যের উন্নয়নে একসঙ্গে কাজ করব আমরা। ইউনিলিভার তাদের উৎপাদিত সাবান, শ্যাম্পুসহ নানা ধরনের প্রসাধনী কম দামে পোশাককর্মীদের কাছে বিক্রি করবে। এছাড়া স্বাস্থ্য সুরক্ষার জন্য তাদের বিভিন্ন ধরনের ট্রেনিংও দেবে তারা।” এতে পোশাককর্মীরা উপকৃত হবে বলে জানান রুবানা হক।

এদিকে ইউনিলিভারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের সর্ববৃহৎ এমএমসিজি কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ এবং বিজিএমইএ পোশাক শিল্পে জড়িত কর্মিদের জীবনের উন্নতির লক্ষ্যে আগামী ৩ বছর কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। এছাড়াও ইউনিলিভার পোশাক কারখানার কর্মিদের জন্য কারখানার ভেতরে দোকানে (কারখানার নিজস্ব অথবা থার্ড পার্টির মালিকানাধীন) বিশেষ মূল্যে ইউনিলিভারের পণ্যের ব্যবস্থা করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ

করা হয়েছে। ইউনিলিভার বাংলাদেশের পক্ষ থেকে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির সিইও ও ম্যানেজিং ডিরেক্টর কেদার লেলে এবং বিজিএমইএ‘র পক্ষে সংগঠনটির সভাপতি রুবানা হক। চুক্তির আওতায় প্রতিষ্ঠান দুটি বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে একসঙ্গে কাজ করবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট