চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মুনিরীয়া থেকে সম্পর্ক ছিন্ন ইব্রাহিম হানাফির

নিজস্ব সংবাদদাতা , রাউজান

১৫ মে, ২০১৯ | ২:১২ পূর্বাহ্ণ

তরিক্বতের নামে দীর্ঘদিন সন্ত্রাসী ও জঙ্গি কার্যক্রমের কারণে মুনিরীয়া যুব তবলীগ কমিটি থেকে একের পর এক সরে যাচ্ছেন কর্মকর্তারা। অন্যদিকে মামলায় আসামি হয়ে পলাতক রয়েছেন সংগঠনের সভাপতি মুনির উল্লাহ ও মহাসচিব ফোরকান মিয়া। ফলে এ সংগঠনটি একেবারেই নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে। এ দুরবস্থায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মুনিরীয়ার সকল কার্যক্রম ও কেন্দ্রীয় ওলামা পরিষদের সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন গহিরা কামিল মাদ্রাসার মুহাদ্দিস মুহাম্মদ ইব্রাহীম হানাফি। এর আগে গত সোমবার সংগঠনের কর্মকা-ের বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন মুনিরীয়ার ওলামা পরিষদের সচিব আনোয়ারুল আলম সিদ্দিকী। গতকাল মঙ্গলবার রাউজান উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে মুনিরীয়ার সন্ত্রাসী হামলার বিরুদ্ধে চলমান আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে ইব্রাহিম হানাফির প্রেরিত বিবৃতিতে তিনি বলেন, মুনিরীয়া যুব তবলীগ কমিটি তরিকতের নামে আলেম ওলামা, সাধারণ মানুষ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণির মানুষকে নির্যাতন হামলার মত ঘটনা ঘটিয়ে একটি উগ্রবাদী সংগঠনে পরিণত করেছে। এতে তিনি এসব কর্মকা-ের জন্য প্রশাসনের নিকট বিচার চেয়ে নিজেকে মুনিরীয়া যুব তবলীগ কমিটির সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করেছে বলে উল্লেখ করেন।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট