চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে সংবাদকর্মী হিমেলের ওপর হামলা

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী

১৫ মে, ২০১৯ | ১:৫৪ পূর্বাহ্ণ

বাঁশখালীর প্রথম আলোর প্রতিনিধি হিমেল বড়–য়া বাপ্পার ওপর গত ১৩ মে বিকেলে বাঁশখালী হাসপাতালের ডাক্তার কোয়ার্টারের সামনে হামলার ঘটনা ঘটেছে। উপজেলার স্থানীয় নেতা আবদুল অদুদ লেদুর নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার সাথে সাথে পুলিশ হামলাকারীকে আটক করে। পরে থানা পুলিশ ১৫১ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। আক্রান্ত সাংবাদিক বাপ্পাকে থানায় নিয়ে যাওয়ার পর গত সোমবার রাতে হামলার ঘটনায় তিনি লিখিতভাবে সাধারণ ডায়েরি করেছেন বলে জানিয়েছেন পুলিশ।
হামলার ঘটনার খবর পেয়ে বাঁশখালী থানার ওসি মো. কামাল হোসেন হাসপাতালের ঘটনাস্থল থেকে আহত হিমেল বাপ্পাসহ অভিযুক্ত হামলাকারীকে পুলিশ হেফাজতে নিয়ে আসেন।
আটক আবদুল অদুদ লেদু বলেন, হাসপাতালের রাস্তায় হিমেল বাপ্পা আমার সাথে বেয়াদবি করেছে।
সংবাদকর্মী হিমেল বাপ্পা জানান, বাঁশখালী হাসপাতালের খবর সংগ্রহ করার জন্য যাওয়ার পথে আবদুল অদুদ লেদু আমাকে পথরোধ করে এলোপাতাড়ি কিল ঘুষি লাথি মারতে থাকে। পরে পুলিশ এসে হামলাকারীসহ আমাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বাঁশখালী প্রথম আলো প্রতিনিধি হিমেল বাপ্পার ওপর হামলার ঘটনায় বাঁশখালীতে কর্মরত সকল সংবাদকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট