চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পটিয়ার ১৫২টি প্রাইমারি স্কুলের নবগঠিত কমিটির মতবিনিময় সভা

নিজস্ব সংবাদদাতা হ পটিয়া

৭ ডিসেম্বর, ২০১৯ | ২:৪১ পূর্বাহ্ণ

পটিয়ায় মুজিববর্ষ শুধু সফল নয় বরং দেশের মধ্যে এ বর্ষ পালন করে পটিয়াকে শ্রেষ্ঠ উপজেলায় পরিণত করতে হবে। সে লক্ষে সকলকে একযোগে কাজ করতে হবে এবং এজন্য প্রত্যেক স্কুলকে মুজিববর্ষ উদযাপনের জন্য পটিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ হাজার টাকা এবং এপর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা দেয়া হবে। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। গতকাল শুক্রবার পটিয়ার এক কমিউনিটি সেণ্টারে উপজেলার ১৫২টি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি, প্রধান শিক্ষক ও বিদ্যোৎসাহী সদস্যদের সাথে শিক্ষার গুণগত মানন্নোয়নে এক মতবিনিময় সভায় জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, দ. জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, উপজেলা আ.লীগ সভাপতি আ ক ম সামশুজ্জমান, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, জেলা আ.লীগ নেতা বিজন চক্রবর্তী, রাশেদ মনোয়ার, জেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল হাকিম, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমেদ, স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক প্রণব বড়–য়া অর্ণব, নাছির উদ্দিন, বিমল মিত্র, চেয়ারম্যান সরোজ সেন নান্টু, মোহাম্মদ সেলিম, বিদ্যোৎসাহী সদস্য লাকি দাশ মেম্বার, বদিউল আলম তুষার, কাউন্সিলর রুপক সেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় স্বাধীনতা বিরোধীরা রাষ্ট্র ক্ষমতায় থাকায় বিকৃত ইতিহাস ছড়িয়ে দিয়েছে। বিকৃত ইতিহাস মুছে দিয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিশুদের জানাতে হবে। প্রথমে জাতির জনকের বিষয়ে শিশুদের জানাতে হবে। এ জন্য প্রতিটি প্রাথমিক স্কুলে জাতির জনকের ছবিসহ মুক্তিযুদ্ধের স্মৃতি টাঙাতে হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট