চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মনোনয়নপত্র নিলেন বাদলপত্নী ছালাম নোমান ও এরশাদ উল্লাহ

চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

৬ ডিসেম্বর, ২০১৯ | ৪:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজিদ আংশিক) সংসদীয় আসনের উপ-নির্বাচনে গতকাল বৃহস্পতিবার ৫ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়পত্র সংগ্রহ করেছেন।

সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী প্রয়াত সাংসদ মঈনউদ্দিন খান বাদলের স্ত্রী সেলিনা খান বাদল, নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আলম মাহমুদ, নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এরশাদ উল্লাহ ও জাতীয় পার্টির মো.

কামাল উদ্দিন তালুকদার। এ পর্যন্ত ৯ জন সম্ভাব্য প্রার্থী সিনিয়র জেলা নির্বাচন কার্যালয় ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত ৭ নভেম্বর সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলের মৃত্যুতে আসনটিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১২ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২২ ডিসেম্বর। ভোটগ্রহণ ১৩ ডিসেম্বর।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট