চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মোস্তফা-হাকিম কলেজে তাহের শাহ

অপরের হক ধ্বংস থেকে মুক্ত থাকতে হবে মুসলমানদের

৫ ডিসেম্বর, ২০১৯ | ১:২৬ পূর্বাহ্ণ

যে কাজের দ্বারা আল্লাহ ও রাসুল (দ.) অসন্তুষ্ট হবেন তা থেকে বিরত থাকতে হবে। কিন্তু এর কোনটিই মানা হচ্ছে না বলে মুসলমানদের সর্বস্তরের দুরবস্থার সৃষ্টি হচ্ছে। ইসলাম শান্তি ও সাম্যের ধর্ম। মানবতা ইসলামের প্রধান অবলম্বন। হানা-হানি অত্যাচার, জুলুম ও অপরের হক ধ্বংস থেকে মুসলিম মিল্লাতকে মুক্ত থাকতে হবে। গত ২ ডিসেম্বর নগরীর সিটি গেট আলহাজ মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে গাউসিয়া কমিটি পাহাড়তলী থানা শাখা ও মোস্তফা হাকিম গ্রুপের যৌথ ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান ছিলেন আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ, বিশেষ মেহমান ছিলেন শাহজাদা আল্লামা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ, শাহজাদা আল্লামা সৈয়দ মুহাম্মদ হামিদ শাহ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ এম মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন আন্জুমান ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মুহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল আলহাজ মুহাম্মদ আনোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারি আলহাজ মুহাম্মদ সিরাজুল হক, সদস্য আলহাজ কমর উদ্দিন সবুর, হাসানুর রশিদ রিপন, তাহের গ্রুপের চেয়ারম্যান আলহাজ এমএ তাহের, আল্লামা মুফতি আব্দুল ওয়াজেদ, আল্লামা সৈয়দ ইউনুচ রেজভী, আল্লামা জালাল উদ্দিন আল-আযারী, গাউসিয়া কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ সিরাজুর হক, সিনিয়র যুগ্ম মহাসচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার, মাহাবুবুল হক খান, সাংগঠনিক সম্পাদক মাহাবুব এলাহী সিকদার, উত্তর কাট্টলী মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আলমগীর, ছোট দারগাহাট তাহের মনজুর কলেজের অধ্যক্ষ বাদশা আলম, ওয়ার্ড কাউন্সিলর নেছার উদ্দিন আহমদ মঞ্জু। মাহফিল পূর্বে আলহাজ তাহের মন্জুর ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসায় মহিলা বায়াত ও দৃষ্টিনন্দন নবনির্মিত তৈয়বিয়া জামে মসজিদ উদ্বোধন করেন সৈয়দ মুহাম্মদ তাহের শাহ। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট