চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বন বিভাগের অভিযান

মহেশখালীতে অবৈধ জমির দখল উচ্ছেদ, গুলিবর্ষণ

নিজস্ব সংবাদদাতা, মহেশখালী

৯ নভেম্বর, ২০১৯ | ৪:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উপকূলীয় বনবিভাগ চট্টগ্রামের আওতাধীন মহেশখালী উপজেলা রেঞ্চের শাপলাপুর বনবিটের বারিয়ার ছড়ি ১২ নং পাহাড়ি মৌজার ১৯৯৬ সনের গর্জন বাগান নষ্ট ও পাহাড়ি পান বরজ করে বনভূমি দখল করে আসছিল এক শ্রেণির ভূমিদস্যুরা। উক্ত বনভূমি দখলমুক্ত করার জন্য বিভাগীয় বন কর্মকর্তা ও মহেশখালী রেঞ্জের এসিএফ মারুফের নির্দেশে শাপলাপুর বিট কর্মকর্তা শামশুল হক সরকার, মুদিরছড়া বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস, দিনাজপুর বিট কর্মকর্তা অভিজিৎ বড়ুয়া ও শাপলাপুর বিটের বনপ্রহরী আহসানুল কবিরের নেতৃত্বে একদল বনকর্মীরা অভিযান চালিয়ে একটি অবৈধ দখল উচ্ছেদ করেছে। এ সময় সরকারি ১ একর জমি উদ্ধার করা হয়। এ অভিযানটি চালিয়েছে শাপলাপুর বারিয়ার ছড়ির পশ্চিম পাশের পাহাড়ি এলাকায়। গত ৭ নভেম্বর সকাল ১০টার সময় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, বন কর্মকর্তারা এ অভিযানটি পরিচালনা করার সময় স্থানীয় পাহাড়ি জমির অবৈধ দখলদার ভূমিদস্যু আব্দুল করিমের পুত্র আকতারুজ্জামান ও তার পুত্র সাজেদুল করিম এতে বনকর্মীদের বাঁধা দিতে লাঠিয়াল বাহিনী নিয়ে ধাওয়া করে একপর্যায়ে বনকর্মীরা নিজেদের আত্মরক্ষার্থে ৩ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এ কারণে ভূমিদস্যুরা পিছু হটে পালিয়ে যায়। শাপলাপুর বনবিট কর্মকর্তা শামসুল হক সরকার বলেন, মহেশখালীর শাপলাপুর পাহাড়ে সৃজিত গর্জন বাগান কেটে এক শ্রেণির ভূমিদস্যুরা পাহাড়ি জায়গা দখলে নিয়ে পান বরজসহ বেচা-বিক্রি করে আসছিল। সরকারি জমি রক্ষার জন্য মূলত এ উচ্ছেদ অভিযান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট