চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত

৮ নভেম্বর, ২০১৯ | ২:২৭ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির’ ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ‘প্রোডাক্ট ডেভলপমেন্ট স্কীলস্ ফর টুয়েন্টি ফাস্ট সেঞ্চুরি ক্যারিয়ার ২০১৯ বিষয়ক শীর্ষক এক সেমিনার বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বিভাগের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার ও বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ইঞ্জিনিয়ার মফ্জল আহমেদ এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইউনুস ।

সেমিনারে প্রধান বক্তা ছিলেন নিউ স্টার গ্রুপ লিমিটেড, লন্ডন এর প্রোডাক্ট ম্যানেজার রুহুল তালুকদার। তিনি বলেন, প্রেডাক্ট ডেভেলপমেন্ট ছাড়া বর্তমান শতাব্দীতে পণ্যের বাজারজাতকরণ অনেকটা কঠিন ব্যাপার। তথ্য প্রযুক্তির এই যুগে এই ধরনের দক্ষতা শিক্ষার্থীদের মধ্যে পণ্যের মান নির্ধারণে অনেক ভূমিকা রাখবে। প্রধান অতিথি বলেন, সৃজনশীল পণ্যকে বাজারজাতকরণ এবং বর্হিবিশ্বে নিজের ডিজাইনকে পরিচিত করতে প্রডাক্ট ডেভেলপমেন্ট স্কিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিভাগের শিক্ষার্থী জান্নাতুল নাইম স্বর্ণালীর সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সাবেক সভাপতি তামিমা সুলতানা।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট