চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো উপাধি পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখায় চসিককে ‘সম্মাননা পুরস্কার’ প্রদান

৭ নভেম্বর, ২০১৯ | ৩:১৯ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে টিকাদান কার্যক্রমে অসামান্য ভূমিকা রাখার জন্য সম্প্রতি এঅঠও, দ্যা ভ্যাকসিন এলায়েন্স কর্তৃক ভ্যাকসিন হিরো ২০১৯ সম্মাননায় ভূষিত হন যা বাংলাদেশে টিকাদান কার্যক্রমের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। উক্ত সম্মাননায় অসামান্য ভূমিকা রাখায় বাংলাদেশের সকল সিটি কর্পোরেশনের মধ্যে চট্টগ্রাম, রাজশাহী এবং বরিশাল এই ৩ সিটি কর্পোরেশনকে বিশেষ ‘সম্মাননা পুরষ্কার’ প্রদান করা হয়। উক্ত সম্মাননা পুরস্কার প্রদান করার লক্ষ্যে গতকাল ৬ নভেম্বর ঢাকার ফার্মগেটস্থ কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি। অতিথি হয়ে প্রধান অতিথির নিকট হতে সম্মাননা পুরস্কার গ্রহণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।

সম্মাননা পুরষ্কার গ্রহণকালে তিনি বলেন, ইপিআই কার্যক্রম সফলতা অর্জন করায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে জাতীয়ভাবে যে সম্মানিত করা হয়েছে তা আমাদের নিকট অত্যন্ত গৌরবের, এতে আমাদের উপর দায়িত্ব আরও বেড়ে গেল। আজকের এই সম্মাননা অর্জনে সফলতা লাভ করায় মেয়র আ. জ. ম নাছির উদ্দীন, সকল কাউন্সিলর, কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), চট্টগ্রাম সিভিল সার্জন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডঐঙ), টঘওঈঊঋ, বিশেষ করে টিকাদান কাজে দায়িত্বপ্রাপ্ত জোনাল মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার, ইপিআই টেকনিশিয়ান, স্বাস্থ্য সহকারী, বে-সরকারি এনজিও সংস্থার কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট