চট্টগ্রাম শনিবার, ১১ মে, ২০২৪

রামুতে এমপি কমল

দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প হতে পারে না

নিজস্ব সংবাদদাতা, রামু

৭ নভেম্বর, ২০১৯ | ২:০৯ পূর্বাহ্ণ

সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, কক্সবাজার ও রামুবাসির প্রতি শেখ হাসিনার সুদৃষ্টি আছে বলেই আমরা প্রতিটি গ্রামে দৃশ্যমান উন্নয়ন করতে সক্ষম হচ্ছি। উন্নয়নের ধারাবাহিকতায় রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের দুর্গম এলাকা মনিরঝিলও হবে মডেল গ্রাম।

রামুর কাউয়ারখোপ ইউনিয়নের মনিরঝিল গ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে গত ৩ নভেম্বর তিনি একথা বলেন। এ সময় বক্তব্য রাখেন কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা নুরুল হক, উপজেলা আ.লীগ নেতা নুরুল হক, জেলা পরিষদ সদস্য নুরুল হক, ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ-সভাপতি তৈয়ব উদ্দিন সিরাজ, কবি ও প্রাবন্ধিক এম সুলতান আহমদ মনিরী, হাকিম-রকিমা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওসমান গণি, আ.লীগ নেতা মো. হোছন মেম্বার, মীর কাসেম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, জেলা তাঁতীলীগের সহ-সভাপতি আনছারুল হক ভুট্টো, ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজিজুল হক আজিজ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আজিম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছানাউল্লাহ বাবুল, যুবলীগ নেতা ফেরদৌস গোলাপ, আব্দুল মালেক, সাবেক ইউপি সদস্য জহির উদ্দিন, ইউপি সদস্য আব্দুল মালেক, স্থানীয় যুবনেতা ইমাম হোসেন, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সভাপতি একরামুল হাছান ইয়াছিন প্রমুখ। পৃথক পৃথক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, স্থানীয় আ.লীগ নেতা সিরাজুল ইসলাম আমিন ও ফরোখ আহমদ। এ সময় তিনি মনিঝিল মানারুস সুন্নাহ আদর্শ বালক বালিকা মাদ্রাসা, হেফজখানা, এতিমখানা ও জামে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন এবং মনিরঝিল মধ্যমপাড়া সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট