চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘গীতা শিক্ষাই পারে উন্নত সমাজ প্রতিষ্ঠা করতে’

৭ নভেম্বর, ২০১৯ | ২:১০ পূর্বাহ্ণ

বাগীশিক ফরহাদাবাদ ইউনিয়ন সংসদ অনুমোদিত শ্যামা সংঘ পূজা উদযাপন পরিষদ পরিচালিত জ্ঞান প্রদায়িনী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের বার্ষিক গীতাপাঠ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও ধর্মীয় আলোচনা সভা বাবুল চন্দ্র নাথের সভাপতিত্বে নয়ন নাথের সঞ্চালনায় নাজিরহাট নতুন ব্রীজস্থ দক্ষিণ নাথ পাড়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

জ্ঞান প্রদায়িনী গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের সমবেত গীতা পাঠের মাধ্যমে সভায় স্বাগত বক্তব্য রাখেন রুপন নাথ। অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন অধ্যক্ষ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী মহারাজ। উদ্বোধক ছিলেন এডভোকেট শুভাশীষ শর্মা। মঙ্গল প্রজ্জ্বললক ছিলেন পাঁচকড়ি শীল।

প্রধান অতিথি ছিলেন ডা. জয়ট কুমার শীল। মহান অতিথি ছিলেন প্রিয়াশীষ চক্রবর্তী। আলোকিত অতিথি ছিলেন জহুরুল আলম। প্রধান বক্তা ছিলেন গঙ্গাপদ গোস্বামী। বিশেষ অতিথি ছিলেন প্রভাত চন্দ্র শীল, পরিমল নাথ, গোপাল নাথ, ঝন্টু শীল, মিন্টু শীল, গনেশ শীল, শুষেন নাথ, লিংকন নাথ। আলোকিত বক্তা ছিলেন পিপলু ঘোষ, উত্তম শীল। বিশেষ বক্তা ছিলেন মানিক নাথ, টুটল শীল, দিলিপ নাথ, টিপলু নাথ, জিকু শীল, ইমন শীল। আরো উপস্থিত ছিলেন বাগীশিক ফরহাদাবাদ ইউনিয়ন সংসদ আওতাধীন বিভিন্ন গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীবৃন্দ ও শ্যামা সংঘে নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট