চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সংস্কার বাংলাদেশের বোর্ড সভা অনুষ্ঠিত

আবদুল মোরশেদ চৌধুরী সংস্কারের উপদেষ্টা নির্বাচিত

২৩ অক্টোবর, ২০১৯ | ১:৪৫ পূর্বাহ্ণ

সামাজিক সংগঠন প্রয়াসের পরিচালক এবং বিশিষ্ট ব্যাংকার আবদুল মোরশেদ চৌধুরী ঢাকাস্থ সর্ববৃহৎ সামাজিক সংগঠন সংস্কার বাংলাদেশের উপদেষ্টা নির্বাচিত হয়েছেন।

গত শুক্রবার সংগঠনের নিজ কার্যালয়ে সন্ধা ৭ টায় সংস্কারের প্রধান পরিচালক এবং প্রয়াস সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সভাপতিত্বে বোর্ড সভায় সর্ব সম্মতি ক্রমে আবদুল মোরশেদ চৌধুরীকে উপদেষ্টা মনোনীত করা হয়। আবদুল মোরশেদ চৌধুরী বিভিন্ন সামাজিক, মানবিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া সংগঠনের সাথে জড়িত আছেন। সংস্কার বাংলাদেশের উপদেষ্টা মনোনীত হওয়ায় চট্টগ্রামের সিটি কর্পোরেশনের মেয়র এবং সংস্কারের প্রধান উপদেষ্টা আ.জ.ম নাছির উদ্দীন, ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণের মেয়র এবং সংস্কারের প্রধান পৃষ্টপোষক মোহাম্মদ সাঈদ খোকন, উপদেষ্টা রাশেদুল আলম মামুন, প্রফেসর ডা. রাশেদা সামাদ, লায়ন ডা. এম. জাকিরুল ইসলাম, চৌধুরী সাহাদাত হোসেন, সংস্কারের প্রধান পরিচালক হাসান মুরাদ চৌধুরী মামুন, সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জনি সহ সংগঠনের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করেছেন। বোর্ড সভায় সংস্কার বাংলাদেশের পক্ষ থেকে আগামী মাসে সারা দেশ থেকে সুবিধাবঞ্চিত এবং কম ভাগ্যবান ২০ জন মেয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট