চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রাঙামাটিতে কৃষিবিষয়ক কর্মশালা

পূর্বকোণ প্রতিনিধি, রাঙামাটি অফিস

২২ অক্টোবর, ২০১৯ | ১২:৫৪ পূর্বাহ্ণ

‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যে রাঙামাটিতে শহরের নিউ মার্কেটে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা কনফারেন্স কক্ষে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গত ১৫ অক্টোবর।

রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক নাসিম হায়দারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (তৃতীয় পর্যায়) প্রকল্প পরিচালক মো. খায়রুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ হুমায়ুন কবীর, রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক পবন কুমার চাকমা, বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. একেএম নাজমুল হক, খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মুর্তজা আলী, প্রকল্পের উপ-পরিচালক ড. মাহবুবুর রহমান ও অতিরিক্ত উপ-পরিচালক (প্রশিক্ষণ) নাদিরা খানম প্রমুখ। কর্মশালায় বক্তারা বলেন, ইউনিয়নভিত্তিক বীজ এসএমই স্থাপনের মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত বীজ নিশ্চিত করা, উন্নত বীজ ব্যবস্থাপনা ও আধিুনিক প্রযুক্তি প্রয়োগে ডাল, তেল ও মসলা ফসলের উৎপাদন বৃদ্ধি, ডাল, তেল ও মসলা আমদানি হ্রাসের মাধ্যমে বৈদেশিক মুদ্রার সাশ্রয় করতে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট