চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

খুনের মামলায় খাগড়াছড়িতে একজনের  যাবজ্জীবন

নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত গাড়ি না যাওয়ায় মালিকসহ ৩ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর, ২০১৯ | ৬:১৪ অপরাহ্ণ

নগরীর বহদ্দারহাটে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বাসের মালিক, চালক ও হেলপারকে কারাদণ্ড দিয়েছে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ রবিবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে কালুরঘাট না গিয়ে চান্দগাঁও থানার মোড় থেকে ঘুরিয়ে নেয়ার অভিযোগে এ কারাদণ্ডাদেশ দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মঞ্জুরুল হক বলেন, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর আগেই গাড়ি ঘুরিয়ে নেয়ার অভিযোগে বাসটির মালিক, চালক ও সহকারীকে কারাদণ্ডাদেশ দেয়া হয়। পরে বাসটি জব্দ করে দেখা যায় বাসটির পেছনের কাঁচ ভাঙা ছিল। মালিক ও চালককে কেন এমন গাড়ি রাস্তায় নামিয়েছে তা জিজ্ঞেস করা হলে তাদের কেউই সদুত্তর দিতে পারেননি। পরে গাড়ির মালিককে ১৫ দিন ও চালক এবং তার সহকারীকে এক মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়।

এসএম মনজুরুল হক আরো বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে বিআরটিএ’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ যানবাহন রাস্তায় নামালে এখন থেকে চালক ও হেলপারের পাশাপাশি গাড়ির মালিককেও আইনের আওতায় আনা হবে বলেও তিনি হুশিয়ারি করেন।

 

 

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট