চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মাদকবিরোধী সমাবেশে ডিসি (বন্দর) হামিদুল আলম

কর্ণফুলীকে মাদকমুক্ত করতে চাই সকলের সহযোগিতা

নিজস্ব সংবাদদাতা হ কর্ণফুলী

১৯ অক্টোবর, ২০১৯ | ৩:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (বন্দর বিভাগ) মো. হামিদুল আলম বলেন, কর্ণফুলী থানা এলাকায় মাদকের যে একটা ভয়াবহ চিত্র আছে সেটা আমরা পাল্টে দিতে চাই। যারা মাদক কারবারের সাথে জড়িত তাদের কেউ রেহায় পাবে না। কর্ণফুলীকে মাদকমুক্ত করতে চাই সকলের সহযোগিতা। শুক্রবার সন্ধ্যায় কর্ণফুলী থানাধীন বড়উঠান ইউনিয়ন এলাকায় একটি সামাজিক কেন্দ্রে অনুষ্ঠিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক মো. জোবাইর সৈয়দের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি কর্ণফুলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেন, আমরা শুধু মাদকবিরোধী সভা সমাবেশ করেই যাচ্ছি। কিন্তু মাদক নির্মূল হচ্ছে না। কেন হচ্ছে না তার কারণ খুঁজে বের করতে হবে। তিনি পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা মাদক কারবারীদের ছাড়িয়ে নিতে তদবির করে তাদেরও যেন আইনের আওতায় আনা হয়। কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার(এসি) ইয়াছির আরাফাত বলেন, মাদক নির্মূলে আমরা আন্তরিকভাবে কাজ করছি। মাদকমুক্ত বাসযোগ্য কর্ণফুলীর জন্য আপনারা পুলিশকে সহযোগিতায় এগিয়ে আসুন।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বড়উঠান ইউপি চেয়ারম্যান দিদারুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান রফিক উল্লাহ, মেজবাহ উদ্দিন খাঁন, শেখ সেলিম, ওসমান গণি মেম্বার, মোমেনা আক্তার নয়ন, আবদুল মান্নান খাঁন, মো. আবিদ হোসেন, মো. শহীদুল্লাহ, মো. সেলিম উদ্দিন, পারভেজ খাঁন, এ আজাদ সোহেল প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট