চট্টগ্রাম শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে পরিবহন শ্রমিক নেতাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামে পরিবহন শ্রমিক নেতাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

২১ জুন, ২০২৫ | ৩:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় পরিবহন শ্রমিক নেতা রবিউল ইসলাম রবিনকে গ্রেপ্তার করেছে নগর ডিবি পুলিশ। এছাড়া মো. সিরাজ (৪৩) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শুক্রবার (২০ মে) রাতে কর্ণফুলী ও বাকলিয়া থানা  এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো-চট্টগ্রাম অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের (১৭ নং রোড) সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিন (২৭) ও কর্ণফুলী উপজেলার রফিক চেয়ারম্যানের বাড়ির মৃত মো. ইসহাকের ছেলে মো. সিরাজ (৪৩)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় শ্রমিক নেতাসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরেকে আজদ আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট