চট্টগ্রাম রবিবার, ২০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

আরও ১৩ জনের করোনা শনাক্ত
প্রতীকী ছবি

চট্টগ্রামে করোনায় দ্বিতীয় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২১ জুন, ২০২৫ | ১:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুইজনে। শনিবার (২১ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

করোনায় মৃত্যু হওয়া ফজিলাতুন্নেছা নামে ওই নারীর বয়স ৭১ বছর। তিনি গত ৩ দিন ধরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 

এদিকে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন ৬টি ল্যাবে পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে পরীক্ষায় ১ জন, শেভরন ল্যাবে ৩ জন এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে ২ জনের করোনা শনাক্ত হয়।

 

এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ জন। এর মধ্যে নগরীতে শনাক্তের সংখ্যা বেশি।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট