চট্টগ্রাম বুধবার, ০৯ জুলাই, ২০২৫

বায়েজিদ লিংক রোডে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের
জুনায়েদ হোসেন (১৭)

বায়েজিদ লিংক রোডে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের

নাজিরহাট সংবাদদাতা

২০ জুন, ২০২৫ | ১০:৩৭ অপরাহ্ণ

বায়েজিদ লিংক রোডে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল জুনায়েদ হোসেন (১৭) নামের এক কিশোরের। মোহাম্মদ মুমিন (১৭) নামের অপর কিশোর গুরুতর আহত হন। 
শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত জুনায়েদ ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রফিক সওদাগর বাড়ির জাফর হোসেনের ছেলে এবং আহত মুমিন ৬নং ওয়ার্ড়ের রাজ্জাক বাড়ির আব্দুল মান্নানের ছেলে।
জানা গেছে, চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকার লিংক রোডে লরির ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহীর হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল হতে মৃতদেহ উদ্ধার করে। এর আগে প্রত্যক্ষদর্শীরা আহত মুমিনের চিকিৎসার ব্যবস্থা করেন বলে জানা যায়।
পূর্বকোণ/মুন্না/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট