চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

১০ লাখ টাকার ক্ষতি অগ্নিকা-ে পটিয়ায় ৭ বসতঘর পুড়ে ছাই

১৪ অক্টোবর, ২০১৯ | ৩:১৩ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার জিরি ইউনিয়নে অগ্নিকা-ে সাত বসতঘর পুড়ে ছাই হয়েছে। রবিবার সকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে মো. রফিক, মো. শাহ আলম, মো. রফি, বাবুল, আবদুল আলিম, মো. হাবিব, মো. সেলিমের ঘর পুড়ে গেছে। এতে নগদ অর্থসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। জিরি সামশু সরকারের বাড়িতে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। বিকেলে জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান, পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা আ. লীগ সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী, দক্ষিণ জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ দেবু, ভাইস চেয়ারম্যান তিমিরবরণ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, জিরি ইউপি চেয়ারম্যান আবুল কালাম ভোলা, জিরি ইউনিয়ন আ. লীগ সভাপতি আজিমুল হল, আমিনুল ইসলাম খান টিপু প্রমুখ। হুইপ সামশুল হক চৌধুরী অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং নগদ টাকাসহ শাড়ি, লুঙ্গি বিতরণ করেন। সকালে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাউলসহ বিভিন্ন ত্রাণ বিতরণ করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট