চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বান্দরবানে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, আহত ৫

নিজস্ব সংবাদদাতা হ বান্দরবান

১৪ অক্টোবর, ২০১৯ | ২:৪৬ পূর্বাহ্ণ

বান্দরবানে বুয়েট ছাত্র আবরার হত্যার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে ৫ জন আহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। নেতাকর্মীরা জানায়, বুয়েট ছাত্র আবরার হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বান্দরবানে সাচিং প্রু জেরীর গ্রুপের অনুসারীরা বান্দরবান বাজারের চৌধুরী মার্কেট এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে। কর্মসূচিতে বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচিতে হঠাৎ পুলিশ হামলা চালিয়ে কর্মসূচির ব্যানার কেড়ে নেয়। নেতাকর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালে পুলিশ লাঠিচার্জ করে

ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশের লাঠিচার্জে স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র নৃ- গোষ্ঠী বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা বিএনপি সহ সভাপতি অধ্যাপক মো. ওসমান গনি, মুজিবুর রশীদসহ ৫ জন আহত হন। এঘটনায় পুলিশ মো. হেলালসহ যুবদলের ২ কর্মীকে আটক করেছে। অপরজনের নাম জানা যায়নি। অপরদিকে বিকালে বান্দরবান বাজারের দুই নম্বর গলির মুখে জেলা বিএনপির নেতা কর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তবে পুলিশি বাধায় কর্মসূচিটি বেশিদূর এগুতে পারেনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট