চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বহদ্দারহাটে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ৩ দোকান

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০২৪ | ১১:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় একটি মার্কেটে আগুন লেগে তিনটি দোকান পুড়ে গেছে।

সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে চান্দগাঁও থানা এলাকায় বিদুৎ অফিসের পাশে হক মার্কেটে এ আগুন লাগে ।

বিষটি নিশ্চিত করেছেন কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. বাহার উদ্দিন।

তিনি জানান, দিবাগত রাত ২টা ৫০ মিনিটে খবর পেয়ে ছয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত  ৩টা ৫০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।  বৈদ্যুতিক শর্ট সার্কিটে কারণ এই আগুন লেগেছে বলে জানান তিনি। এতে ৫ লক্ষ টাকার সেনিটোরি মালামাল পুড়ে গেছে। প্রায় ১ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট