চট্টগ্রাম বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে পলিথিন কারখানার গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক

৩ নভেম্বর, ২০২৪ | ৮:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী একটি কারখানার গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রবিবার (৩ নভেম্বর) আকবর শাহ বিশ্বকলোনী কাঁচাবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাফিল জাহান।

 

এছাড়া একই অভিযানে কর্নেল হাট কাঁচাবাজারে অভিযান পরিচালনা করে প্রায় ১১৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং ১ হাজার টাকা জরিমানা করা হয়। 

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাফিল জাহান জানান, সারাদেশে পরিবেশ অধিদপ্তরের অধীনে ১ নভেম্বর থেকে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে অভিযান চলছে।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট