চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

এস আই কাজলের ক্ষমা প্রার্থনা

আদালত প্রতিবেদক

৮ অক্টোবর, ২০১৯ | ৩:২০ পূর্বাহ্ণ

মাদক মামলায় ৯ মাসেও তদন্ত প্রতিবেদন না দেয়ায় আদালতের শোকজের জবাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তদন্তকারী কর্মকর্তা ।
গতকাল সোমবার চান্দগাঁও থানার এস আই কাজল দাশ আদালতে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মো. নোমান তদন্ত কর্মকর্তাকে শেষবারের মত সতর্ক করে ক্ষমা করে দিয়েছেন।
৩০ সেপ্টেম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কেন কাজল দাশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে না তার ব্যাখ্যা চেয়ে ৭ দিনের মধ্যে আদালতে লিখিত জবাব দেয়ার নির্দেশ দেন। এদিকে শোকজ পাওয়ার পরদিন ১ অক্টোবর মামলাটিতে চার্জশিট (তদন্ত প্রতিবেদন) দাখিল করেন। গতকাল তিনি আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।
মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি কালুরঘাট এলাকায় দুই ব্যক্তিকে ৫২টি ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ৩(০১)২০১৯ দায়ের করা হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদকসহ গ্রেপ্তারের পর অভিযুক্তকে আদালতে সোপর্দ করার ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার বিধান রয়েছে। অন্যন্য ক্ষেত্রে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার বিধান। তবে আদালতের অনুমতি সাপেক্ষে নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত এ তদন্ত সময় বর্ধিত করা যায়।
মহানগর সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহাবউদ্দিন আহমেদ পূর্বকোণের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট