চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

নাগরিক সেবায় উত্তম চর্চা বিষয়ক সভা ইউজিসিতে

২৪ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে নাগরিক সেবা ও সুশাসন নিশ্চিতকরণে উত্তম চর্চা বিষয়ে এক সভা গতকাল সোমবার ইউজিসিতে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিশনের সদস্য প্রফেসর ড. এম. শাহ নওয়াজ আলি। সভায় ইউজিসি সচিব ও বিভাগীয় প্রধানগণ নাগরিক সেবা ও সুশাসন নিশ্চিতে অনুসৃত উত্তম চর্চার বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এতে উত্তম চর্চার গুরুত্ব তুলে ধরে প্রফেসর শাহ্ নওয়াজ আলি বলেন, নাগরিক সেবা ও সুশাসন নিশ্চিত করতে হলে দেশের পাবলিক বিশ^বিদ্যালয়ের কর্মকা- আরও যুগপোযোগী করতে হবে। কারণ, পাবলিক বিশ^বিদ্যালয়ে বিশাল জনগোষ্ঠী কাজ করে।

সভায় ইউজিসি সচিব ড. মো. খালেদ, স্ট্র্যাটেজিক প্লানিং এন্ড কোয়ালিটি এসিউরেন্স বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামান, জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মো. কামাল হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম, রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুখ প্রমুখ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট