চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

দুর্ঘটনারোধে অভিযান, চট্টগ্রামে ৩৭ যানবাহনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৩ এপ্রিল, ২০২৪ | ১০:১১ অপরাহ্ণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যানের নির্দেশে দুর্ঘটনা কমাতে সারা দেশের মতো চট্টগ্রামের সড়কেও অভিযান চালিয়েছে বিআরটিএ’র কর্মকর্তারা। চট্টগ্রামের চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়কের রাঙ্গুনিয়া, কুয়াইশ রাস্তার মাথা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ও চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কের হাটহাজারী এলাকায় পৃথক চারটি টিমের অভিযানে ৩৭ যানবাহনকে ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়।  

 

চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়কের রাঙ্গুনিয়া এলাকায় অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়ার সহকারি কমিশনার (ভূমি) মারজান হোসাইন। উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্ট মেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক মো. শাহাদাত হোসেন চৌধুরী ।

 

চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়কের কুয়াইশ রাস্তার মাথা এলাকায় অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার ফারহানুর রহমান। উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্ট মেট্রো-২ সার্কেলের মোটরযান পরিদর্শক পলাশ খিশা ও জনাব মো. আলাউদ্দিন ।

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগের ভ্রাম্যমাণ আদালত নং-১২ এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না। উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্ট মেট্রো-১ সার্কেলের মোটরযান পরিদর্শক ফাহাদ শিকদার ।

 

চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কের হাটহাজারী এলাকায় অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারীর সহকারী কমিশনার (ভূমি) মেহে্রাজ শারমিন। উপস্থিত ছিলেন বিআরটিএ-চট্টগ্রাম বিভাগের মোটরযান পরিদর্শক তীর্থ প্রতিম বড়ুয়া ।

 

অভিযানে সহযোগিতা করেন জেলা পুলিশ চট্টগ্রাম ও হাইওয়ে পুলিশ।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট