চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

প্রভাব খাটিয়ে অনুমতি ছাড়া ব্যবহার

বিয়ের দাওয়াতে ওয়াসার গাড়ি

মোহাম্মদ আলী

২২ এপ্রিল, ২০২৪ | ১২:২৪ অপরাহ্ণ

জরুরি পানি সরবরাহ কাজে নিয়োজিত যানবাহন নিয়ে শহরের বাইরে বিয়ের অনুষ্ঠানে গেছেন চট্টগ্রাম ওয়াসার প্রভাবশালী ৮ কর্মচারী। এ সংক্রান্ত প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নেওয়ার নিয়ম থাকলেও এটিও উপেক্ষা করেছেন তারা।

 

গত ২০ এপ্রিল ওয়াসার মড-১ এর গাড়ি ব্যবহারের গুরুতর এ অভিযোগ পাওয়া গেছে। এর আগেও পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানেও এসব কর্মচারীরা অনুমতি ব্যতিরেকে ওয়াসার গাড়ি ব্যবহার করেছেন। কিন্তু রোষানলে পড়ার শঙ্কায় কর্মকর্তারা বিষয়টি বারবার এড়িয়ে গেছেন।

 

ওয়াসার গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের ক্ষেত্রে দাপ্তরিক কিছু নিয়ম রয়েছে। শহরের অভ্যন্তরে গাড়ি ব্যবহার করতে চাইলে প্রথমে যানবাহন শাখা থেকে অনুমতি নিতে হয়। শহরের বাইরে গেলে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের অনুমতি নিতে হয়। এ ক্ষেত্রে গাড়ির তেল খরচ ও কিলোমিটার প্রতি নির্দিষ্ট একটি ফি ওয়াসাকে পরিশোধ করতে হয়। তাছাড়া গাড়ি কোন দুর্ঘটনায় পড়লে তার সম্পূর্ণ দায় দায়িত্ব ব্যবহারকারীকে বহন করতে হবে। গত ২০ এপ্রিল ওয়াসার গাড়ি ব্যবহারের ক্ষেত্রে এ নিয়মের সম্পূর্ণ ব্যত্যয় ঘটেছে। নেওয়া হয়নি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি।

 

অনুসন্ধানে জানা গেছে, ওয়াসার মড-১ কর্মরত ইলেক্ট্রিশিয়ান রুহুল আমিন, পাম্প অপারেটর কামরুল ইসলাম, মড-৪ কর্মরত কার্য সহকারী রেজোয়ান হোসেন দুলাল, উচ্চমান সহকারী খোরশেদ আলম, পাম্প অপারেটর জমির খান মিয়াজি, ভাউচার চালক এসকান্দর মিয়া, পাম্প চালক মোহাম্মদ জাকারিয়া মড-১ এর একটি গাড়ি নিয়ে গত ২০ এপ্রিল সকালে আনোয়ারা উপজেলায় ওয়াসার আরেক কর্মচারী রাশেদের বিয়ের অনুষ্ঠানে যান। সারাদিন ওখানে থাকার পর সন্ধ্যায় তারা শহরে ফেরেন। তাদের বহনকারী ওই গাড়ির চালক ছিলেন মড-১ এর ড্রাইভার শাহ আলম। দাওয়াত খেতে যাওয়া কর্মচারীরা চট্টগ্রাম ওয়াসার শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি নং-১০০৮) সংগঠনের বিভিন্ন পদে রয়েছেন। এ সংগঠনের প্রভাব খাটিয়ে তারা প্রায়শঃ ওয়াসার গাড়ি ব্যবহার করে বিভিন্ন জায়গায় যাতায়াত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

 

অভিযোগ ওঠেছে, ২০ এপ্রিল আনোয়ারায় বিয়েতে যাওয়া বেশিভাগ কর্মচারী অফিসে কর্মস্থলে অন ডিউটিতে ছিলেন। কিন্তু তারা অফিস হাজিরা খাতায় স্বাক্ষর করে আনোয়ারায় চলে যান। শুধু তাই নয়, এ হাজিরা দেখিয়ে তারা পরবর্তীতে ওভারটাইমও আদায় করবেন বলে অভিযোগ পাওয়া গেছে।

 

ওয়াসার মড-১ এর ড্রাইভার শাহ আলম দৈনিক পূর্বকোণকে বলেন, ‘নেতারা আমাকে বলেছেন, সেজন্য আমি ওয়াসার গাড়ি নিয়ে আনোয়ারায় বিয়ের দাওয়াতে গেছি।’

 

ওয়াসার মড-১ এর নির্বাহী প্রকৌলশী মো. ইফতেখার উল্লাহ মামুন দৈনিক পূর্বকোণকে বলেন, ‘তারা আনোয়ারায় ওয়াসার গাড়ি নিয়ে যাওয়ার জন্য আমার কাছ থেকে কোন অনুমতি নেয়নি। বিষয়টি ওয়াসার যানবাহন শাখা ভাল জানতে পারবে।’

 

ওয়াসার যানবাহন শাখার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন বলেন, ‘গাড়িটি মড-১ বরাদ্দ দেওয়া হয়েছে। আনোয়ারায় বিয়ের দাওয়াতে যেতে ওয়াসার গাড়ি নিয়ে যাওয়ার ব্যাপারে আমার কাছ থেকে কেউ অনুমতি নেয়নি।’

 

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ দৈনিক পূর্বকোণকে বলেন, ‘অনুমতি ছাড়া প্রতিষ্ঠানের গাড়ি কেউই ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারে না। যারা ওয়াসার গাড়ি ব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পূর্বকোণ/এসএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট