চট্টগ্রাম শনিবার, ০৪ মে, ২০২৪

বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের অভিযান

মূল্য তালিকা ও ক্রয় রশিদ না থাকায় খাতুনগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল, ২০২৪ | ৬:২৪ অপরাহ্ণ

মূল্য তালিকা ও ক্রয় রশিদ দেখাতে না পারায় চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (২০ এপ্রিল) বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. এফ. এম. শামীম।

 

তিনি বলেন, অভিযানে আড়তগুলোতে মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করা হচ্ছে কিনা তা যাচাই করা হয়। এ সময় ক্রয়-বিক্রয় রশিদ ছাড়া পণ্য বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট