চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পটিয়ায় অস্ত্র ঠেকিয়ে বাছুরসহ ৬ গরু লুট

নিজস্ব সংবাদদাতা , পটিয়া

৯ সেপ্টেম্বর, ২০১৯ | ২:০৬ পূর্বাহ্ণ

পটিয়ায় অস্ত্র ঠেকিয়ে একটি গরুর খামার থেকে বাছুরসহ ছয়টি গরু লুটের ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে উপজেলার জিরি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আবদুল হকের খামারে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও গরু উদ্ধার কিংবা কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জিরি ইউনিয়নের আবদুল হকের খামারের দারোয়ান মো. নজরুল ইসলাম প্রতিদিনের মত রাতে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল দারোয়ান নজরুল ইসলামকে হাত-পা বেঁধে খামারের পাশের একটি রুমে আটকে রাখে। পরে খামার থেকে ৩টি বাছুরসহ ৬টি গরু নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় লক্ষাধিক টাকা। পটিয়া থানার উপ-পরিদর্শক আবু বক্কর রাতে ঘটনাস্থলে গেলেও গরু উদ্ধার করতে পারেননি। এর আগে কোরবানির সময় একই কায়দায় গরু লুট হয়েছে উপজেলার কুসুমপুরা, সুচক্রদ-ীসহ বিভিন্ন এলাকায়। পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, জিরি ইউনিয়নের আবদুল হকের খামারের দারোয়ানকে অস্ত্র ঠেকিয়ে বাছুরসহ ৬টি গরু লুটের ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরু উদ্ধার করতে বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট