চট্টগ্রাম শনিবার, ১১ মে, ২০২৪

সভাপতি দিদুল সম্পাদক পঙ্কজ

পূজা উদযাপন পরিষদ চাতরী ইউনিয়ন শাখার সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা

৯ সেপ্টেম্বর, ২০১৯ | ১২:৫৫ পূর্বাহ্ণ

পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলা চাতরী ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন গত শুক্রবার সিংহরা ক্ষেত্রপাল নাট মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি পংকজ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলার সাবেক সাধারণ সম্পাদক সদীপ দেব নাথের সঞ্চালনায় সম্মেলনে শ্রী শ্রী চ-ী পাঠ করেন দুলাল দত্ত। সম্মেলনের উদ্বোধক ছিলেন আনোয়ারা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সুগ্রীব মজুমদার দোলন। প্রধান অতিথি ছিলেন সাবেক সভাপতি প্রকৃতি রঞ্জন দত্ত। অতিথি ছিলেন জেলার সাংগঠনিক সম্পাদক কল্লোল সেন। প্রধান বক্তা ছিলেন আনোয়ারা উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাগর মিত্র। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক স্বরূপ চৌধুরী, তপন বল ও অনুপম চক্রবর্তী। বক্তব্য রাখেন অধীর রঞ্জন শীল, প্রবীর পাল, যিশু মিত্র, আশীষ নাথ, নিউটন সরকার, কাজল বোস, গৌতম দাশ, নিতাই চন্দ্র দে, রঘুনাথ সরকার, সাগর দত্ত, জগন্নাথ সেন, লিটন ভট্টাচার্য্য, পিযুষ দত্ত, রনি বল, কাজল মিত্র, টিটু আইচ, অভি গুপ্ত, অশোক বৈদ্য, রতন শীল, সুনীল সর্দার (আকাশ), জুয়েল দাশ, প্রণতোষ দত্ত, নন্দন ঘোষ, সত্যজিৎ সিকদার ও জুয়েল নাথ। স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক পংকজ দেব নাথ। সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে উপজেলার আহ্বায়ক সুগ্রীব মজুমদার দোলনকে প্রধান করে ১১ সদস্যবিশিষ্ট বিষয় নির্ধারণী কমিটি গঠন করা হয়। কমিটির সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য দিদুল সিকদারকে সভাপতি ও পংকজ দেব নাথকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট একটি নতুন ইউনিয়ন কার্যকরী কমিটি গঠিত হয়। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি লিটন মল্লিক, সাগর দত্ত, নিতাই চন্দ্র দে, দিলীপ নাথ ও যুগ্ম সম্পাদক সত্যজিৎ সিকদার।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট