চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

নাসিরাবাদ হাউজিং সোসাইটি স্কুল-কলেজ প্রধানদের নিয়ে সিটি মেয়রের বৈঠক

৮ সেপ্টেম্বর, ২০১৯ | ২:১২ পূর্বাহ্ণ

দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. এর নাসিরাবাদ হাউজিং সোসাইটি আবাসিক এলাকার ১নং সড়ক হতে ৬নং সড়কে অবস্থিত স্কুল-কলেজ প্রধানদের নিয়ে গত ৫ সেপ্টেম্বর সোসাইটির সভাপতি ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন মতবিনিময় করেন। এতে অংশ নেন, সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিছ, সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সদস্য সৈয়দ রফিকুল আনোয়ার, আলাউদ্দীন আলম ও রাশেদুল আমিন। স্কুল প্রধানদের মধ্যে উপস্থিত ছিলেন অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলি বড়–য়া, সানসাইন গ্রামার স্কুলের ন্যাশনাল কারিকুলামের প্রধান শুভ সাহা, অর্কিড স্কুলের অধ্যক্ষ নীনা চৌধুরী, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পারভিন সুলতানা, পিনাকল চাটার্ড স্কুলের অধ্যক্ষ আরিফুল হক এবং চিটাগাং জুনিয়র স্কুলের পরিচালক এস.এম. ইলিয়াছ। সোসাইটির সভাপতি বলেন, আবাসিক এলাকার গুরুত্ব, বৈশিষ্ট, শৃঙ্খলা ও পরিবেশ দূষণের বিষয়টি বিবেচনা না করে স্কুল/কলেজ সোসাইটির ১নং সড়ক হতে ৬নং সড়ক পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার ফলে এলাকায় প্রতিনিয়ত যানজট সৃষ্টিসহ বিভিন্ন সমস্যার উদ্ভব হচ্ছে। আবাসিক এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা প্রচলিত আইনের পরিপন্থী। তিনি প্রসঙ্গক্রমে বলেন যে, যেহেতু অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড এর নিজস্ব প্রতিষ্ঠান এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত লে-আউট প্ল্যান অনুযায়ী গড়ে তোলা হয়েছে সেহেতু অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয় ব্যতীত অন্যান্য স্কুল/কলেজকে আগামী বছরের ডিসেম্বর মাসের মধ্যে নাসিরাবাদ আবাসিক এলাকা হতে শিক্ষা প্রতিষ্ঠান সরিয়ে নেয়ার জন্য সময় নির্ধারণ করে দেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট