চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অটিস্টিক শিশুদের জন্য স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের প্রশিক্ষণ

৮ সেপ্টেম্বর, ২০১৯ | ২:০২ পূর্বাহ্ণ

শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে চট্টগ্রামের জাকির হোসেন রোডে অবস্থিত ‘সুইড বাংলাদেশ’-এ অটিস্টিক শিশু ও মহিলাদের জন্য পাইলট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ডাটা কনসালটেন্ট বিডি লিমিটেড-এর প্রতিনিধি মোহাম্মদ আলী শিকদার। প্রশিক্ষণ সেশনে ছিল অটিস্টিক শিশু সম্পর্কিত মা-বাবা বা আত্নীয়ের মৌলিক জ্ঞান ও অটিস্টিক শিশু ও মহিলাদের যেমন খুশি আঁকো। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব আবুল কালাম আজাদ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক ও সুইড বাংলাদেশ, চট্টগ্রামের সহ-সভাপতি ডা. বাসনা মুহুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘অটিস্টিক শিশু এখন সমাজের বোঝা নয়। তাদের সঠিক পরিচর্যায় সমাজের মূলধারায় আনা সম্ভব। বিশেষ চাহিদাসম্পন্ন এ সকল শিশুর চাহিদা পূরণ করতে পারলে তারাও স্বাভাবিক শিশুর মতো গড়ে উঠতে পারবে। তাই অটিস্টিক শিশুর প্রশিক্ষণ এবং তাদের মা-বাবা ও আত্মীয়দের অধিক সচেতন করে গড়ে তুলতে প্রশিক্ষণ খুবই জরুরি।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডাটা কনসালটেন্ট বিডি লিমিটেড-এর ঢাকা জেলা কমিটির সমন্বয়কারী ডা. মারুফ আহমেদ, প্রশান্তি অটিজম স্কুলের অধ্যক্ষ ও প্রশিক্ষক সোহানা বিলকিস, চট্টগ্রাম বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ও প্রশিক্ষক শামীম আহমেদ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট