চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জাপানে সেমিনারে ড. ইফতেখার উদ্দিন চৌধুরী

রোহিঙ্গা প্রত্যাবর্তনে চীন, ভারত ও জাপানের ভূমিকা অপরিহার্য

৮ সেপ্টেম্বর, ২০১৯ | ২:০৩ পূর্বাহ্ণ

জাপানের রিউকোকু বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ আয়োজিত বাংলাদেশে সাম্প্রতিক রোহিঙ্গা সমস্যা বিষয়ক আন্তর্জাতিক সেমিনার বিশ্ববিদ্যালয়ের ওসাকা কাম্পাসে অনুষ্ঠিত হয়। সেমিনারে রোহিঙ্গা প্রত্যাবর্তনে চীন, ভারত ও জাপানের ভূমিকা অপরিহার্য শীর্ষক শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী । সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ও সংস্থা বিশেষ করে চীন, ভারত ও জাপানের কার্যকর ভূমিকা গ্রহণে গুরুত্বারোপ করেন। সেমিনারে আলোচনায় অংশ গ্রহন করেন কোবে গাকুইন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর তানিগুচি, ওসাকা সিটি ইউনির্ভাসিটির প্রফেসর ইমেরিটাস খ্যাতিমান সমাজবিজ্ঞানী ও মানবাধিকার বিশেষজ্ঞ প্রফেসর নগুচি, কিটা কিউসু বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী ও জাইকা বিশেষজ্ঞ প্রফেসর মিয়াকে, রিউকোকু বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান বরেণ্য সমাজবিজ্ঞানী ও গবেষক প্রফেসর সাতো প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট