চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লালদিঘি পাড়ে দু’মিষ্টি দোকানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৬ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৬ পূর্বাহ্ণ

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, লেবেল ছাড়া দই-ঘি বিক্রি ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন করায় দুইটি দোকানে অভিযান চালিয়ে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে দয়াময়ী মিষ্টি ভা-ারকে এক লাখ টাকা এবং লালদিঘি এলাকায় অবস্থিত গোপালজী হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় গোপালজী হোটেলের লাইসেন্স না থাকায় সতর্ক করে দিয়ে আরোও ১ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্টরা জানান, দয়াময়ী মিষ্টান্ন ভা-ারে মিষ্টির পাতিলে তেলাপোকা ছিল। বিক্রি হচ্ছিল লেভেল ছাড়া ঘি, নোংরা পরিবেশে বানানো হচ্ছিল মিষ্টি। লালদিঘি এলাকার গোপালজী হোটেলেও খাবার তৈরি করা হচ্ছিল অস্বাস্থ্যকর পরিবেশে।ম্যাজিস্ট্রেট জানান, অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট