চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফুলকির বিজ্ঞানভিত্তিক কর্মশালা ১৩ সেপ্টেম্বর শুরু

৬ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫৬ পূর্বাহ্ণ

শিশুদের সাংস্কৃতিক জগত ফুলকি বরাবরই শিশু কিশোরদের মননের সুস্থ বিকাশের জন্য নানা সময়ে নানা আয়োজনের উদ্যোগ নিয়ে আসছে। এবারের আয়োজন শিশু কিশোরদের জন্য বিজ্ঞানভিত্তিক কর্মশালা “এসো বিজ্ঞানের রাজ্যে”। ফুলকি ৩য় থেকে ৮ম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করছে হাতে কলমে বিজ্ঞান শিক্ষার এই কর্মশালা। যেখানে বিষয়গুলো থাকছে পৃথিবী ও আমার বাসভূমি (ভূগোল ও পরিবেশ), মিশ্রণ-দ্রবণে মহানন্দে (রসায়ন), প্রাণের প্রাণবন্ত জগৎ (প্রাণী বিজ্ঞান), মহাবিশ্বে ভ্রমি বিষ্ময়ে (পদার্থ বিজ্ঞান) যা শিশু কিশোররা জানবে হাতে কলমে, বিজ্ঞান বিষয়ক চলচ্চিত্রে এবং অন্যান্য উপকরণ ব্যবহারের মাধ্যমে। নন্দনকাননস্থ ফুলকি প্রাঙ্গণে কর্মশালা অনুষ্ঠিত হবে আগামী ১৩, ২০, ২১ ও ২৭ সেপ্টেম্বর বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। যেকোনো বিদ্যালয়ের ৩য় থেকে ৫ম পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীরা ‘ক’ বিভাগে এবং ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণিতে ছাত্রছাত্রীরা ‘খ’ বিভাগে নাম নিবন্ধন করতে পারবেন ফুলকি কার্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। নিবন্ধনের শেষ সময় ১২ সেপ্টেম্বর। যেকোনো প্রয়োজনে ০৩১-৬১৮১৩৭, ০১৮১৯৬২৭০৫০ নম্বরে যোগাযোগ করা যাবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট