চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

স্টোর উদ্বোধনকালে সাতকানিয়া ইউএনও

সততার শিক্ষা অর্জিত হবে জীবনের প্রথম থেকেই

নিজস্ব সংবাদদাতা, সাতকানিয়া

৬ সেপ্টেম্বর, ২০১৯ | ১:০৬ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন বলেছেন, আগামী প্রজন্মকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে সরকার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর কার্যক্রম চালু করছেন। বিক্রেতাবিহীন এ সততা স্টোর থেকে শিক্ষার্থীরা নিজেই টাকা দিয়ে তাদের পছন্দমত জিনিসপত্র ক্রয় করবে। যার ফলে শিক্ষার্থীদের মাঝে জীবনের প্রথম থেকেই সততার শিক্ষা অর্জিত হবে। তিনি ৪ সেপ্টেম্বর দুপুরে সাতকানিয়া উপজেলার উত্তর সাতকানিয়া আলী আহমদ-প্রাণহরি উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর কাদেরের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরীফ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বজলুল করিম চৌধুরী ও কালিয়াইশ ইউনিয়ন আ.লীগের সভাপতি নুরুল হাকিম চৌধুরী। বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য আবদুর রহিম, আবদুল আজিজ তালুকদার, আবদুল কাদের সওদাগর ও সহকারী প্রধান শিক্ষক শিহাব উদ্দীন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট