চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

পটিয়া বিএনপির সভায় এনামুল হক এনাম

আন্দোলনের মাধ্যমেই মুক্ত করতে হবে বেগম জিয়াকে

নিজস্ব সংবাদদাতা, পটিয়া

৫ সেপ্টেম্বর, ২০১৯ | ১:১৪ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে সংগঠনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক এনাম বলেন, ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা দিয়ে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। তিনি একজন সাবেক সফল রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের স্ত্রী।

তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে জীবনবাজি রেখে সংগ্রাম করে গিয়েছিলেন। যা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে আজীবন লিপিবদ্ধ থাকবে। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিলে আন্দোলনের মধ্য দিয়েই খালেদা জিয়াকে মুক্ত করতে প্রস্তুতি নিতে হবে নেতাকর্মীদের।

সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী টিপু’র সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ রহিম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির অর্থ সম্পাদক মোফজল আহমদ চৌধুরী। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌরসভা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আবুল ফয়েজ, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রহিম উল্লাহ, খরনা ইউপির সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান বাবু, দক্ষিণ ভুর্ষি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকতার মেম্বার, সাধারণ সম্পাদক মুজিবুল হক, যুবদল নেতা আবুল হোসেন বাবুল, আকতার হোসেন সিকদার, ফজলুর রহমান জুলু, সেলিম চৌধুরী, সিরাজুল ইসলাম তারেক, ইয়াছিন আরাফাত, আবসার উদ্দিন সোহেল, মামুন রশিদ, আলী আব্বাস, মো. ফারুক, কামাল উদ্দিন, আহমদ কবির চৌধুরী, এস.এম সেকান্দর, অহিদুল আলম, মনসুর আলম বাদশা, মাসুদুল করিম, জাহাঙ্গীর, শাহ আলম, জাহেদ হোসাইন, সেলিম চৌধুরী, ছাত্রদল নেতা আবু তালেব, সুমন সিকদার, নাজিম উদ্দিন, মাকসুদুল হক রিপন, নুরুল রশিদ সুজন, রেজাউল করিম মিজান, রবিউল হোসেন, মাহবুবুল আলম পারভেজ, শাহাদাত হোসাইন, আতিকুর রহমান, শাহাবুদ্দীন মুনির, কাউসার, হাবিব উল্লাহ, মহিউদ্দিন, রুবেল, রোখন, ফরমান, শোভেন সিকদার, রিজভী, ইরফান, নয়ন, আজিজ, টিপু, খোরশেদুল আলম সুজন প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট