চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফুটপাত-রাস্তা দখল করে ব্যবসা, চট্টগ্রামে ৪ ব্যক্তিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:৫৫ অপরাহ্ণ

ফুটপাত-রাস্তা দখল করে ব্যবসা করার দায়ে ৪ ব্যক্তিকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) হালিশহর রোড ও পোর্ট কানেক্টিং রোডে এই অভিযান পারিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

তিনি জানান, রাস্তা ও ফুটপাত দখল করে লোহার ওয়েল্ডিং কাজ করা, হোটেলের চুলা বসানো ও ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৪ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

পূর্বকোণ/রাজীব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট