চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

চমেক হাসপাতালে ফার্মাকোভিজিল্যান্স সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ

অনলাইন ডেস্ক

২ ফেব্রুয়ারি, ২০২৩ | ১:৩৩ অপরাহ্ণ

বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ফার্মাকোভিজিল্যান্স সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) চমেক হাসপাতালের সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ।

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. শামীম আহসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ইসমাইল খান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এনামুল হক, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেনা আক্তারসহ অন্যান্যরা। প্রশিক্ষণে জেলা উপজেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চমেক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, ফার্মাসিস্ট, নার্স উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, কোভিড-১৯ টিকা নেয়ার পর প্বার্শ্ব প্রতিক্রিয়া, বিভিন্ন ওষুধের প্বার্শ্ব প্রতিক্রিয়া শনাক্তকরণ, মূল্যায়ন, পর্যবেক্ষণ এবং প্রতিরোধ করাকে ফার্মাকোভিজিল্যান্স বলা হয়। বিশ্বস্বাস্থ্য সংস্থার মতো বাংলাদেশ ফার্মাকোভিজিল্যান্স কার্যক্রম সফলভাবে পরিচালনা করে আসছে। সার্বিক সচেতনতা বৃদ্ধি ও সংশ্লিষ্ট সব মহলের সক্রিয় অংশগ্রহণে ওষুধের যৌক্তিক ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করার জন্য সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে। ওষুধের যৌক্তিক ব্যবহার উন্নত করতে বিশ্বস্বাস্থ্য সংস্থার সাথে বাংলাদেশ ওষুধ প্রশাসন কাজ করছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট