চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

তথ্যমন্ত্রীর বিরুদ্ধে ‘অপপ্রচার’, চট্টগ্রামে প্রবাসীর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি, ২০২৩ | ৭:২৭ অপরাহ্ণ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচারের অভিযোগে আবদুর রব ভুট্টো নামে এক প্রবাসীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) রাতে পাঁচলাইশ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ রানা এ মামলা করেন।

 

চকবাজার থানায় করা মামলার এজাহারে বলা হয়, ফেসবুক ও ইউটিউবে ‘লন্ডন বাংলা চ্যানেল’ নামে এক পেইজ ও চ্যানেল থেকে তথ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা, অসত্য তথ্য দিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। ওই পেইজটির এডমিন দুবাই প্রবাসী আবদুর রব ভুট্টো (এআর ভুট্টো)। ড. হাছান মাহমুদকে নিয়ে করা উদ্দেশ্যপ্রণোদিত ভিডিওটি তিনি আরও নয়টি ফেসবুক লিংক থেকে শেয়ার করেছেন। মামলায় আবদুর রব ভুট্টো ও ‘লন্ডন বাংলা চ্যানেল’কে আসামি করা হয়েছে।

এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের মজুমদার বলেন, মামলাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। দেশবিরোধী অপপ্রচার ও গুজব রটনাকারীদের আইনের আওতায় আনতে আমরা তৎপর।

 

পূর্বকোণ/এএস/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট