চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ মে, ২০২৪

সর্বশেষ:

ক্লাব কলেজিয়েট চিটাগং লিমিটেডের ‘ক্লাব হাউজ’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০২২ | ১১:১৭ অপরাহ্ণ

‘ক্লাব হাউজ’ খুললো ক্লাব কলেজিয়েট চিটাগং লিমিটেড। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ষষ্ঠতলায় আনুষ্ঠানিকভাবে‘ক্লাব হাউজ’ উদ্বোধন করে ক্লাবটি।

ক্লাব কলেজিয়েট চিটাগং লিমিটেডের ‘ক্লাব হাউজ’ উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন কলেজিয়েট, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক গণপূর্ত মন্ত্রী ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘আমরা সবাই কলেজিয়েট স্কুলে লেখাপড়া করেছি। আমরা এখানে সবাই এক্স ফর্মার। আমি অত্যন্ত আনন্দিত। আমরা সবাই মিলে একটা ক্লাব করেছি। এখানে সবার মিলনমেলা হবে। সবাই আমরা এখানে একত্রিত হবো। যারা এই ক্লাব গড়ার উদ্যোগ নিয়েছেন, সবাইকে আমি সাধুবাদ জানাই। ক্লাবের উন্নতির জন্য সবসময় আমি আপনাদের পাশে থাকবো।’

ক্লাব হাউজ উদ্বোধন করেন প্রাক্তন কলেজিয়েট ৯৪ বছর বযসী প্রকৌশলী ইব্রাহিম খান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘কলিজিয়েটের ছাত্রদের প্রতিদিন মিলনমেলার জন্য এটি একটি সুন্দর প্ল্যাটফর্ম হবে এই ক্লাব। সারাবছরই আপনারা সবাই মিলে ক্লাবটিকে সক্রিয় রাখবেন, প্রাণবন্ত রাখবেন।’

প্রাক্তন কলেজিয়েটও বাংলাদেশের সংবাদপত্রশিল্পের পুরোধা ব্যক্তিত্ব এম এ মালেক একুশে পদক লাভ করে কলেজিয়েটদের গৌরবান্বিত করায় অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। ক্লাবের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘মনে করতে হবে, এটা আমাদের দ্বিতীয় বাড়ি। সেভাবে যদি মনে করা যায়, তাহলে ক্লাবের কার্যক্রমে ধারাবাহিক রাখা যাবে।’

অনুষ্ঠানে ক্লাব কলেজিয়েট চিটাগং লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক মোহীত উল আলম বলেন, ‘কলেজিয়েট স্কুল আমাদের উদারতা শিখিয়েছে। এই উদারতা, মানবতা, দেশপ্রেম- এগুলোই মূলত মানুষ হিসেবে আমাদের অর্জন। ক্লাব প্রতিষ্ঠা করতে গিয়ে সবার কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। সবাই চেয়েছে আমরা একত্রিত হই। হয়তো অনেক বিপরীত মতামতও থাকবে। থাকাটাই স্বাভাবিক। কলেজিয়েট স্কুল একটা স্বপ্ন দেখিয়েছে, সেটা বাস্তবায়নে আমাদের একত্রিত হতে এই ক্লাব প্রতিষ্ঠা করেছি। অনেক সময় মনে করা হয় যে আবেগের কোনো স্থান নেই। কিন্তু আবেগ ছাড়া বাংলাদেশ গড়া যাবে না।’
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেনক্লাব কলেজিয়েট চিটাগং লিমিটেডের ভাইস চেয়ারম্যান রুশো মাহমুদ। তিনি বলেন, ‘পারস্পরিক যোগাযোগের সেতুবন্ধন তৈরির জন্য আমাদের এই ক্লাব। এই ক্লাব গতানুগতিক ক্লাব কালচারে গা ভাসাবে না। আমাদের এখানে ভিন্ন স্বাদ মিলবে। নির্মল আনন্দে আর দৃঢ় বন্ধনে এগিয়ে যাবে ক্লাব।’

‘ক্লাব হাউজ’ উদ্বোধন অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের নির্বাহী কমিটিরি সদস্য ডা. মিনহাজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালন করেন নির্বাহী কমিটিরি সদস্য মঞ্জুর মোরধেম ফিরোজ।ক্লাব সদস্য সৈয়দ হাসান মাইজভাণ্ডারীর কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।পরে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক। ক্লাব সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট