চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

পুলিশের ওপর হামলা : স্বেচ্ছাসেবক দলের ১৫০ নেতাকর্মীর নামে মামলা

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর, ২০২২ | ৯:৫০ অপরাহ্ণ

পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫০ জন নেতা-কর্মীকে আসামি করে মামলা দায়ের হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) রাতে নগরের কোতোয়ালী থানায় মামলা করেন উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ১৫০ জনকে আসামি করে মামলা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদারসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।  

বুধবার (২৬ অক্টোবর) বিকেলে নগরের কাজীর দেউড়ির বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে নূর আহমেদ সড়কে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিলে বাধা দিলে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ৪ পুলিশ সদস্য আহত হন। এ সময় ১০ নেতাকর্মীকে আটক করা হয় এবং ২০-২৫ জন নেতা-কর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন দলটির নেতারা।  

পূর্বকোণ/রাজীব/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট