চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

খাতুনগঞ্জে ছুরিকাহত সেই শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২২ | ১২:২৫ অপরাহ্ণ

দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে ছুরিকাঘাতে আহত শ্রমিক মো. মাসুদ (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

 

নিহত মাসুদ ভোলার দৌলতখান থানার চরখলিফা ইউনিয়নের মো. বেলায়েত হোসেন ব্যাপারির ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির। তিনি পূর্বকোণকে বলেন, শ্রমিককে ছুরিকাঘাতের ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায় নি। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

এর আগে সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় খাতুনগঞ্জে গাড়িতে মাল উঠা-নামা নিয়ে গাড়িচালক ও শ্রমিকদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মাসুদকে এলাপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। আহতাবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় ওইদিন নিহতের ছেলে মো. বাবুল বাদী হয়ে এজাহারনামীয় তিনজন ও অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় আসামিরা হলেন- মো. রাসেল (২৩), মো. সাদ্দাম (২৪) ও সোহাগ (২৩)।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট