চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইস্টার্ন রিফাইনারিতে আগুন : ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২২ | ৭:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ইস্টার্ন রিফাইনারিতে আগুনের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পুলিশ জানায়, এতে চারজন আহত হয়েছেন।

শনিবার (১৫ অক্টোবর) সকালে দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগারটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সোয়া একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এক সংবাদ সম্মেলনে ইস্টার্ন রিফাইনারির পরিচালক (অপারেশন্স) খালিদ আহমেদ বলেন, মূল পাইপলাইনে আগুন লাগার ঘটনা ঘটেনি। তেলের পাইপলাইন নয়, বর্জ্য যাওয়ার পাইপলাইনে আগুন লেগেছে। এসপিএম (সিঙ্গেল পয়েন্ট মুরিং) ওয়েল্ডিং কাজ চলছিল। ট্যাঙ্ক ফার্ম এলাকার মিটার স্টেশনের পাশ থেকে আগুনের সূত্রপাত। তবে কী কারণে এ আগুনের সূত্রপাত, তা জানতে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, আগুনের ঘটনায় চারজন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও ইস্টার্ন রিফাইনারি কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় কেউ আহত হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে ইস্টার্ন রিফাইনারির এক কর্মচারী জানান, আগুনের ভয়াবহতা অনেক বেশি ছিল। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিল। আগুন নেভাতে গিয়ে ইস্টার্ন রিফাইনারির কয়েকজন আহত হয় ।

 

পূর্বকোণ/এএস/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট