চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

তদন্ত শেষ না করায় আইও’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

টেকনাফ সংবাদদাতা

২২ সেপ্টেম্বর, ২০২২ | ১০:৩৩ অপরাহ্ণ

দুই লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় তদন্ত কাজ দীর্ঘ এক বছরেও শেষ করতে পারেননি তদন্তকারী কর্মকর্তা (আইও), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ। তদন্তকারী কর্মকর্তা আইনের ব্যত্যয় ঘটিয়ে তদন্তকাজে বিলম্ব, গাফেলতি, অবহেলা করে নির্ধারিত সময়ের অনেক পরেও তদন্ত প্রতিবেদন (চার্জশিট) আদালতে দাখিল করতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত টেকনাফের বিচারক আসাদ উদ্দিন মো. আসিফ এই আদেশ দেন।

এ তথ্য জানিয়েছেন কক্সবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশেক এলাহী শাহজাহান নুরী।

পূর্বকোণ/কাশেম/মামুন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট